রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলের দোতলা থেকে লাফ দিয়ে আহত হয়েছেন এক ছাত্র। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে হুড়োহুড়ি করে শিক্ষার্থীরা পাঠকক্ষ থেকে বেরোতে গিয়ে পাঠকক্ষের দরজা ভেঙে গিয়েছে। ভাঙা কাঁচে কয়েকজন ছাত্র সামান্য জখম হয়েছেন।
এ ছাড়াও তাড়াতাড়ি করে বিভিন্ন কক্ষ থেকে নামতে গিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
nagad
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাকির হোসেন ভূঁইয়া বলেন, ‘আহত শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগে ভর্তি করা হয়েছে। ওই ছাত্র গোঁড়ালিতে আঘাত পেয়েছেন।’
হলের মূখ্য প্রশাসনিক কর্মকর্তা মেতালেব হোসেন বলেন, ‘লাফিয়ে পড়া শিক্ষার্থী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. মিনহাজ। হলের ২৩৩ নম্বর কক্ষ থেকে লাফিয়ে আহত হন তিনি। তার পায়ে প্লাস্টার করা হয়েছে। কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে, এতে হাড় জোড়া না লাগলে ছোট অস্ত্রোপচার করা লাগতে পারে বলে চিকিৎসক জানিয়েছেন।’