মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যাকারী এবং পরিকল্পনাকারীরা দেশদ্রোহী। এই নরপশুর দল শুধুমাত্র বঙ্গবন্ধুকে খুন করার পরিকল্পনা করেনি, তারা জাতির জনকের পরিবারকে সমূলে বিনাশ করার ষড়যন্ত্রে এই পরিকল্পিত হত্যাকাণ্ড চালিয়েছিল।
শনিবার (২০ আগস্ট) সন্ধ্যায় নগরের জেলা শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারি মিলনায়তনে ‘বেদনার সুরে বঙ্গবন্ধুকে স্মরণ’ ও শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থা (সিএমএসএস)।
আরও বক্তব্য রাখেন নারীনেত্রী অ্যাডভোকেট কামরুন্নাহার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক সুজিত রায়, কায়সারুল আলম, সাইফুদ্দিন মাহমুদ খান, যুবলীগ নেতা সুমন দেবনাথ, আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট টিপু শীল জয়দেব ও ওমর ফারুক সুমন।