চট্টগ্রাম ওয়াসার উন্নয়ন প্রকল্পের কাজ করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (এফবিআই) হাতে ধরা পড়া দক্ষিণ কোরিয়ার ‘কোলন গ্লোবাল কর্পোরেশন’ নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিকে পরে ওয়াশিংটন ডিসির আদালত ৩৬০ মিলিয়ন ডলার জরিমানা করে। তথ্য গোপন রেখে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ করছে এ প্রতিষ্ঠান। তাদের বিরুদ্ধে শ্রমিক মারধর, মালামাল চুরিসহ বিভিন্ন অভিযোগে মামলা আছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায়।
জানা গেছে, ২০১৫ সালে দক্ষিণ কোরিয়ার কোলন গ্লোবাল কর্পোরেশনের অঙ্গপ্রতিষ্ঠান কোলন ইন্ডাস্ট্রিজ যুক্তরাষ্ট্রের একটি কোম্পানির নিজস্ব প্যাটেন্টে ও মূল্যবান তথ্যচুরি করে এফবিআইয়ের হাতে ধরা পড়ে। পরে ওয়াশিংটন ডিসির অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল লেজলি কার্ডওয়েলের আদালত প্রতিষ্ঠানটিকে ৩৬০ মিলিয়ন ডলার জরিমানার পর কালো তালিকাভুক্ত করে।
এফবিআইয়ের ওয়েবসাইটে এ বিষয়ে দীর্ঘ প্রতিবেদনে দেখা গেছে, কোলন ইন্ডাস্ট্রিজ আদালতে স্বীকার করেছে পৃথিবীর অন্যান্য দেশের মূল্যবান তথ্য চুরির কথা।
কিন্তু দরপত্রে বিভিন্ন তথ্য গোপনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। একইভাবে সাব-কন্ট্রাক্টরদেরকে দিয়ে কাজ করিয়ে বিল পরিশোধ না করারও অভিযোগ রয়েছে কোলনের বিরুদ্ধে।
এদিকে বিতর্কিত এ প্রতিষ্ঠানটি দেশের উন্নয়নের অংশীদার হওয়ায় আন্তর্জাতিক সম্পর্ক এবং দেশের ভাবমূর্তি হুমকিতে পড়তে পারে। একইসঙ্গে দেশের মূল্যবান তথ্য পাচার হতে পারে বলে আশঙ্কা করছেন প্রকল্প বিশ্লেষকরা।
এছাড়া হাইকোর্টেও এ প্রতিষ্ঠানের নামে একাধিক রিট শুনানি চলমান রয়েছে বলে জানা গেছে।কোলন কর্পোরেশন বাংলাদেশের প্রতিনিধি জেনারেল ম্যানেজার জি হু কিমের কাছে এ বিষয়ে জানতে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।