বোয়ালখালীতে বিএনপি নেতা আটক

জসিম উদ্দিন রাজু।

চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, শ্রীপুর বুড়া মসজিদের মতোয়াল্লী ও বিআরডিবি’র সহ সভাপতি মো. নুরুন্নবী চৌধুরীকে আটক করেছে বোয়ালখালী থানা পুলিশ।

গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে বোয়ালখালী উপজেলা সদর থেকে তাকে আটক করা হয় বলে জানান তার ভাই মো. হাসান চৌধুরী।

তিনি বলেন, আমার ভাইয়ের আগে যে মামলাগুলো ছিল সেগুলোতে তিনি জামিনে আছেন। গত সোমবার কোন মামলায় তাকে আটক করা হয় তা আমরা জানিনা। তিনি উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক, শ্রীপুর বুড়া মসজিদের মতোয়াল্লী ও বিআরডিবি’র সহ সভাপতি ছিলেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দীন বলেন, গতকাল রাতে তাকে আটক করা হয়। কোন মামলায় আটক করা হয় জানতে চাইলে তিনি বলেন, মামলা আছে বিধায় আটক করা হয়েছে। মামলা ছাড়া কি আটক করা যায়। কিন্তু কিসের মামলায় আটক করা হয় সেটি তিনি ষ্পষ্ট না করেই মুঠোফোন রেখে দেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক