“ওয়ান ওয়ে স্কুল” ই লার্নিং প্লাটফর্ম কক্সবাজারের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

“ওয়ান ওয়ে স্কুল” ই-লার্নিং প্ল্যাটফর্ম কক্সবাজার এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা|

“ওয়ান ওয়ে স্কুল” একটি অনলাইন ভিত্তিক ফ্রি ই-লার্নিং প্ল্যাটফর্ম। ওয়ান ওয়ে স্কুলের লক্ষ্য মূলত দারিদ্র্য ও আর্থিকভাবে অসচ্ছল নাগরিকদের বিনামূল্য দক্ষতা প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং অদক্ষ জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা। বর্তমানে সে মিশনের আওতায় বাংলাদেশে ৩০,০০০ তরুণ-তরুণীর কমিউনিটি গঠন ও নেটওয়ার্কিং উন্নত করার প্রচেষ্টা করছে এই প্লাটফর্মটি।

ওয়ান ওয়ে স্কুল সারা বাংলাদেশের হাজার হাজার তরুণ কে একাডেমিক,আইটি,সেল্ফ ডেভেলপমেন্ট বিষয় সম্পূর্ণ ফ্রীতে দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে, এর সাথে যুক্ত আছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষক এবং প্রযুক্তি নিয়ে যারা কাজ করে তথা দক্ষ ফ্রিল্যান্সাররা। এই লক্ষ্য ও উদ্দেশ্যকে সফল করার লক্ষ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ওয়ান ওয়ে স্কুল সেবা পৌঁছে দেওয়া জন্য টিম করার উদ্যোগ হাতে নিয়েছে। তার ধারাবাহিকতা চট্টগ্রাম বিভাগের আওতাধীন ওয়ান ওয়ে স্কুলের সম্মানিত ফাউন্ডার ‘সিফাতুর রহমান সিফাত’ এবং ম্যানেজিং ডিরেক্টর ‘দীপ্ত হালদার’ এবং নির্বাহী পরিচালক ‘ফারিয়া হক’- এর তত্ত্বাবধানে এবং চট্টগ্রাম বিভাগের কো অডিনেটর ও ওয়ান ওয়ে স্কুলের সম্মানিত জেনারেল ম্যানেজার ‘নুসরাত জাহান নিপা’ ও চট্টগ্রাম বিভাগের লিডার ‘মোহাম্মদ রাসেল’ এর সার্বিক সহযোগিতা ওয়ান ওই স্কুলের অফিশিয়াল ফেসবুক পেজে এ কমিটি ঘোষণা করা হয়।

‘ওয়ান ওয়ে স্কুল’ ই-লানিং প্লাটফর্ম-এর কক্সবাজার জেলায় পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়েছে। নবগঠিত ১০ সদস্য বিশিষ্ট কমিটির কক্সবাজার জেলা টিম লিডার হয়েছেন তারুণ্যের এক সাহসী তরুণ “কক্সবাজার স্টুডেন্ট’স ফোরাম-বান্দরবান”-এর সাধারণ সম্পাদক এরফান মাহমুদ মিনহাজ, এবং “স্টুডেন্ট ব্লাড অর্গানাইজেশন অব বাংলাদেশ-মহেশখালী উপজেলা” – এর সভাপতি মুমিনুল হক আজিজ কো-লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (৮মে) রাত ১১টায় অনলাইন প্লাটফর্ম গুগল মিটে আয়োজিত ইন্টারভিউ শেষে, যারা যোগ্য তাদের সিলেক্ট করে শনিবার (১৩মে) এই কমিটি ঘোষণা করা হয়। এই পূর্ণাঙ্গ কমিটির অন্য সদস্যরা হলেন,এডমিন ম্যানেজার রায়হান মোঃ ওসামা, প্রোমোশন ম্যানেজার আবু তাহের, আইটি সাজিবুল হাসান শোয়েব, কমিউনিকেশন ম্যানেজার শাকিলা ইয়াসমিন টুম্পা, ইউনিভার্সিটি ম্যানেজার রিদুয়ান পারভেজ , স্কুল ম্যানেজার শারমিন সুলতানা রুনা, পলিটেকনিক ম্যানেজার ফারুকী আল মাহমুদ সৌরভ, কলেজ ম্যানেজার আলমগীর হেসাইন সাইফ প্রমুখ।

নবনির্বাচিত কক্সবাজার জেলা টিম লিডার এরফান মাহমুদ মিনহাজ বলেন, আমরা পর্যটন নগরী কক্সবাজার জেলাকে আরও প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে এবং আমাদের জেলায় অনেক হত-দরিদ্র শিক্ষার্থী আছেন, যারা অর্থের অভাবে নিজের দক্ষতা উন্নয়ন করতে পারে না, তাদের পাশে থেকে আমরা জেলার প্রতিটা ক্যাম্পাসে ওয়ান ওয়ে স্কুলের সেবা পৌঁছে দিবো। তিনি আরও বলেন, বর্তমান সময়ে টিকে থাকতে হলে প্রযুক্তিতে দক্ষতা উন্নয়নের বিকল্প নেই।

এবং ওয়ান ওয়ে স্কুল সেই প্রযুক্তিগত উনয়নে দেশের অদক্ষ যুবকদের দক্ষতা উন্নয়নে সেবা দিয়ে যাচ্ছে। উল্লেখ্য, ১০ সদস্য বিশিষ্ট নবগঠিত এই কমিটি ওয়ান ওয়ে স্কুলের কক্সবাজার জেলার প্রথম পূর্ণাঙ্গ কমিটি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক