ঘূর্ণিঝড় মোকাবেলায় ওয়াসার নতুন পাঁচটি কন্ট্রোল রুম

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় পানি সরবরাহ বজায় রাখার জন্য চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ ৫টি কন্ট্রোল রুম স্থাপন করেছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় চট্টগ্রাম ওয়াসার সুষ্ঠু পানি সরবরাহ বজায় রাখার জন্য গ্রাহকদের নিকট হতে প্রাপ্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের লক্ষ্যে চট্টগ্রাম ওয়াসায় নিম্নবর্ণিত ৫টি কন্ট্রোল রুম স্থাপন করা হয়। তাৎক্ষণিক যে কোনো প্রয়োজনে গ্রাহকদের এই ৫টি কন্ট্রোল রুমের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

দামপাড়া প্রধান কার্যালয় ফোন নম্বর ১৬১১৮/০৯৬০১২৫০০৮০০, মড–১ আগ্রাবাদ ফোন নম্বর–০২৩৩৩৩২৫২৫২, মড –২, মেহেদীবাগ ফোন নং–০২৩৩৩৩৬৭৯৭৩, মড –৩, কালুরঘাট বুস্টার ফোন নং–০২৪১৩৮৮০০৬, মড–৪ , জুবিলী রোড ফোন নং–০২৩৩৩৩৫৬৭৬৮।

গ্রাহকগণের পানি সরবরাহ সংক্রান্ত কোন অভিযোগ থাকলে উপরে উল্লেখিত কন্ট্রোল রুম সমূহের সাথে যোগাযোগ করতে এবং পানির অপচয় করা ও অবৈধ সংযোগের মাধ্যমে পানি ব্যবহার হতে বিরত থেকে সুষ্ঠু পানি সরবরাহে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক