ঢাকা বিশ্ববিদ্যালয় ১২৩ শিক্ষার্থী বিভিন্ন মেয়াদকালে বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন, অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. নাজমুল আলম ওরফে জিম নাজমুলকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে স্থায়ী বহিষ্কৃত হয়েছেন তিনজন। বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে ১০৯ শিক্ষার্থীকে।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শৃঙ্খলা পরিষদের সুপারিশক্রমে এ অনুমোদন দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন সিন্ডিকেট সভায় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ সিন্ডিকেট সদস্যবৃন্দ। খবর বাংলানিউজের
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক