চট্টগ্রামের মীরসরাইয়ে ইনসান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নাসরিন আক্তার নামে এক গৃহবধূ ও চার পা বিশিষ্ট শিশু সন্তানের জন্ম দিয়েছে। শিশুর জন্ম হয় মঙ্গলবার ১৭ জানুয়ারি সকাল পাঁচটায। হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার রাত ২ টার দিকে গৃহবধূ নাছরিন আক্তার (১৮) প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় স্বাভাবিকভাবে মঙ্গলবার ভোর ৫ টার সময় হাসপাতালের প্রসূতি ও স্ত্রী রোগে অভিজ্ঞ ডা. মারিয়া কিবতিয়ার তত্ত্বাবধানে ৪ পা বিশিষ্ট কন্যা শিশুর জন্ম হয়। শিশুটির ৪ পায়ের মধ্যে ২ টি পা ক্লাব ফুট (মুগর পা) এবং বাকি ২ টি পা অস্বাভাবিক এবং মেরুদন্ড মেনিগোসিল। শিশুটির ওজন ২ কেজি ৮’শ গ্রাম। শিশুটির মা পুরোপুরি সুস্থ্য হলেও শিশুর হালকা শ্বাস কষ্ট রয়েছে।