চট্টগ্রামে আদা রসুনের দাম বাড়তি, কিছুটা স্বস্তিতে সবজি

ইমরান নাজির।
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (১৩ জানুয়ারি) নগরের পাহাড়তলী কাঁচাবাজার ঘুরে দেখে গেছে, গ সপ্তাহে ১৫০ টাকায় বিক্রি হওয়া আদা আজ ২শ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অপরদিকে গতসপ্তাহে ৯০ টাকায় বিক্সন আজ ১২০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি কেজিতে ২০ টাকা বেড়ে চায়না রসুনের দাম ঠেকেছে ১৫০ টাকায়।

 

Nagad

Nagad

খাতুনগঞ্জের হামিদুল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ইদ্রিস আলী সিভয়েসকে বলেন, এলসি জটিলতায় আদা-রসুন আমদানিতে ভাটা পড়েছে। ফলে চাহিদার তুলনায় বাজারে পণ্যগুলোর সরবরাহ কম। তাই দাম কিছুটা বাড়তি। তবে আমরা চেষ্টা করছি রোজার আগেই সরবরাহ বাড়িয়ে দামটা ক্রেতার নাগালের মধ্যে নিয়ে আসতে।

এদিকে বাজারে থরে থরে সাজানো রয়েছে শীতকালীন সবজি। সরবরাহ বাড়ায় দামটাও রয়েছে ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে। বাজারে প্রতিকেজি টমেটো ৩০, গাজর ৩৫, শসা ৩৫, গোল বেগুন ২৫, পেঁপে ১৫,  লেবু প্রতি হালি ১২, কাচা মরিচ ৩০ থেকে ৩৫, লাউ প্রতি পিস ২০, মিষ্টি কুমড়া ৩০, শিম ২৫, বাধাকপি ১৫ ও ফুলকুপি ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে।

কর্ণফুলী বাজারে সবজি বিক্রেতা মো. ফোরকান সিভয়েসকে বলেন, শীতের ভরা মৌসুমে বাজারও সবজিতে ভরে গেছে। তাই দাম এখন একেবারে ক্রেতার নাগালের মধ্যে আছে।

এদিকে বাজারে মাছের দাম কিছুটা বেড়েছে। গত সপ্তাহে ৪৪০ টাকায় বিক্রি হওয়া চিংড়ি মাছ আজ ৫৬০ টাকায় বিক্রি হচ্ছে। পোয়া মাছের কেজিতে ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪শ টাকায়। তাছাড়া রুপচাদা মাছ ৬শ, ইলিশ প্রতি কেজি ১ হাজার, কোরাল ৫৫০, তেলাপিয়া ২২০, রুই ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার ঘুরে দেখা যায়, মাংসের বাজারে প্রতিকেজি গরুর মাংস ৮শ, খাসির মাংস ৯৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বেড়েছে মুরগির দাম। প্রতিকেজি ব্রয়লারে ৭ টাকা, সোনালী মুরগিতে ১০ ও দেশি মুরগিতে ২০ টাকা বেড়েছে। আজ প্রতিকেজি ব্রয়লার ১৪৫, সোনালী মুরগি ২৪০ ও দেশি মুরগি ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক