পদত্যাগের ঘোষণা দিলেন ইজরাইলের গোয়েন্দা প্রধান

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে মতভেদের কারণে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত প্রধান রোনেন বার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তাকে পদ থেকে অপসারণ করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যর্থ প্রচেষ্টার ছয় সপ্তাহ পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন বার। আগামী ১৫ জুন থেকে এ ঘোষণা কার্যকর হবে।

ইসরাইলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের সূত্রে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বাসস।

শিন বেতের শীর্ষ কর্মকর্তা রোনেন বারের সাথে নেতানিয়াহুর ডানপন্থী জোট সদস্যদের দীর্ঘদিন থেকেই টানাপোড়েন চলছিল। এর মধ্যেই সোমবার এক বিবৃতিতে রোনেন বলেন, ‘আমি আমার ৩৫ বছরের চাকরি জীবনের ইতি টানছি। আগামী ১৫ জুন আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। এই সময়সীমার মধ্যে একজন যোগ্য ও পেশাদার উত্তরসূরীকে বেছে নেয়া হবে এবং তার হাতে দায়িত্ব অর্পণ করা হবে।’

এর আগে, ১৬ মার্চ নেতানিয়াহু প্রকাশ্যে বারের প্রতি তার আস্থার অভাবের কথা জানান। তাকে নিয়ে ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবার মধ্যে গুরুত্বপূর্ণ আস্থার সমস্যা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে বার দাবি করেন, নেতানিয়াহু বিক্ষোভকারীদের ওপর নজরদারি করার এবং তার দুর্নীতির বিচারকে প্রভাবিত করার অনুরোধ জানান। এরপর পরিস্থিতি আরো খারাপ হয়ে ওঠে।

তবে নেতানিয়াহু বারের অভিযোগ অস্বীকার করেন।

শিন বেত ইসরাইলের সবচেয়ে প্রভাবশালী গোয়েন্দা সংস্থা। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যে নজিরবিহীন হামলা চালিয়েছিল, সেটির প্রধান তদন্তকারী সংস্থার ভূমিকায় ছিল শিন বেত।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক