কাপ্তাইয়ে টিসিবির পণ্য জব্দ

রাঙামাটির কাপ্তাইয়ে অবৈধভাবে পাচার হওয়া ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য জব্দ করেছে সেনাবাহিনী। জব্দকৃত পণ্যের মধ্যে ছিল ২০৮ লিটার সয়াবিন তেল, ২৫০ কেজি মসুর ডাল এবং ১০০ কেজি চিনি।

গতকাল বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার জেটিঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কাপ্তাই সেনা জোনের (অটল ছাপান্ন) সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ফারুক।

এদিকে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে টিসিবি পণ্যগুলো পরিত্যক্ত অবস্থায় রেখে পাচারকারীরা পালিয়ে যায়।

চট্রলার কণ্ঠকে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ জানিয়েছেন, ধারণা করা হচ্ছে, চোরাইভাবে বিক্রয়ের উদ্দেশ্যে পণ্যগুলো বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি থেকে কাপ্তাই জেটিঘাটে নিয়ে আসা হয়েছিল। উদ্ধারকৃত এসব টিসিবির পণ্য কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক