প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,চট্টলার কন্ঠ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন।শনিবার (১৯ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য মো. হাবিবুর রহমান, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. অং স্যুই প্রু মারমা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির।

সভায় গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বোর্ড অব ট্রাস্টিজের সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। ইউনিভার্সিটির স্বাস্থ্য বীমা স্কিমের সময় বর্ধিতকরণ, প্রিমিয়ার ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টার স্থাপন ও পরিচালনা, প্রিমিয়ার ইউনিভার্সিটির গ্র্যাচুইটি ফান্ড ট্রাস্ট ও প্রভিডেন্ট ফান্ড ট্রাস্ট পুনর্গঠন, ইউনিভার্সিটির আয়কর অব্যাহতি সুবিধা গ্রহণের প্রক্রিয়া এবং ইউনিভার্সিটির বিভিন্ন অ্যাকাডেমিক নীতিমালা অনুমোদন প্রসঙ্গে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক