আরমান হোসেন
চট্টগ্রামের সীতাকুণ্ডের উপজেলার বাড়বকুণ্ড এলাকায় স্বামীর ছুরিকাঘাতে সীমা আক্তার (২৬) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, রাত ১১টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ এলাকার বাড়িতে সীমাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তার পাষণ্ড স্বামী মাহমুদুল হক রহমান।
নিহত সীমা আক্তার ওই ইউনিয়নের চারারকান্দি নডালিয়া গ্রামের বাসিন্দা মো. আইয়ুব খানের মেয়ে। আর ঘাতক স্বামী মাহমুদুল হক রহমান একই ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ এলাকা গ্রামের আহমদ শফির ছেলে। এই দম্পতির একটি কন্যা সন্তানও রয়েছে।
পুলিশ ও স্থানীয় জানায়, স্বামী- স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। বৃহস্পতিবার ঝগড়ার এক পর্যায়ে রাত আনুমানিক ১১ টার দিকে সীমার পেটে ছুরিকাকাঘাত করে পালিয়ে যায় মাহমুদুল হক রহমান। খবর পেয়ে সীমার বাবা মো. আইয়ুব খানসহ পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে তিনটার দিকে সীমার মৃত্যু হয়।
চট্টলার কন্ঠকে ঘটনার বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মজিবুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের হয়েছে। হত্যাকারীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।