চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের দায়িত্বভার গ্রহণ

মহিউদ্দিন জিকু,আদালত প্রতিবেদক।

এক অনাড়ম্বর ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ ২০২৫ দায়িত্বভার গ্রহন করেন।

বুধবার দুপুরে এডহক কমিটির সদস্য যথাক্রমে আহবায়ক এ.কে.এম. মকবুল কাদের চৌধুরী, রফিক আহমদ, মুহাম্মদ শামসুল আলম, মোহাম্মদ জহুরুল আলম নব নির্বাচিত পরিষদের নিকট দায়িত্বভার হস্তান্তর করেন।

উক্ত দায়িত্বভার গ্রহন অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান আলী চৌধুরী এবং নবনির্বাচিত সভাপতি আবদুস সাত্তার। এছাড়া দায়িত্বভার গ্রহণ করেন নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহসভাপতি কাজী মোহাম্মদ সিরাজ, সহসভাপতি আলমগীর মোহাম্মদ ইউনুছ, সহসাধারণ সম্পাদক মো. ফজলুল বারী, অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, পাঠাগার সম্পাদক মো. তৌহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আশরাফি বিনতে মোতালেব, ক্রীড়া সম্পাদক মো. মনজুর হোসেন, তথ্য ও প্রযুক্তি আবদুল জব্বার, নির্বাহী সদস্য যথাক্রমে এহছান উল্লাহ মানিক, আছমা খানম, বিবি ফাতেমা (ফেন্সি), হেলাল উদ্দিন, মেজবাহ্ উল আলম এমিন, মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী, মো. রুবায়েতুল করিম, মো. সাহেদ হোসেন, মোহাম্মদ মোরশেদ, রাহেলা গুলশান (ডালিয়া), সাজ্জাদ কামরুল হোসেনসহ বিদায়ী পরিষদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দসহ বিপুল সংখ্যক বিজ্ঞ আইনজীবী উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহনকালে নবনির্বাচিত সভাপতি আবদুস সাত্তার ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান আলী চৌধুরী দলমত নির্বিশেষে প্রায় আট হাজার আইনজীবীর মান, মর্যাদা ও স্বার্থ সংরক্ষণের জন্য সকল প্রকার দায়িত্ব পালনে তাঁরা সচেষ্ট থাকবেন বলে অঙ্গীকার করেন। পাশাপাশি এ ব্যাপারে সকল বিজ্ঞ আইনজীবীদের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকল বিজ্ঞ আইনজীবীর প্রতি আহবান জানান।

এর আগে, গত রবিবার (১৩ এপ্রিল) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ এর কর্মকর্তা ও নির্বাহী সদস্য পদে অন্য কোন প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় সমিতির গঠনতন্ত্রের পরিচ্ছেদ-৬ এর ৪০(৩) বিধি মোতাবেক নির্বাচিত ঘোষণা করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক