লোহাগাড়ায় ট্রাক চাপায় এক বৃদ্ধের মৃত্যু

শাহাদাত হোসেন, চট্টলার কন্ঠ।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় ট্রাক চাপায় আব্দুল আলম (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।

আজ ১৭ এপ্রিল (বৃস্পতিবার) সকাল ৮ টার দিকে উপজেলার বটতলী শহরের মক্কা হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আলম উপজেলার পুটিবিলা ইউনিয়নের পহর চান্দা এলাকার মৃত আশরাফের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশী সূত্রে জানা যায়, একটি মামলায় তিনি কোর্টে হাজিরা দিতে যাচ্ছিলেন। শহরে যাওয়ার বড় গাড়িতে উঠার জন্য বৃদ্ধটি রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ কক্সবাজারগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধের মৃত্যু হয়।

চট্টলার কন্ঠকে দোহাজারী হাইওয়ে থানার এএসআই মন্জুর আহামদ মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত বৃদ্ধটি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটি দোহাজারী হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক