মাসুম বিল্লাহ।
চট্টগ্রাম বন্দরে যন্ত্রাংশ চুরির অভিযোগে মো. হারুন নামে (৩৫) এক যুবককে আটক করা হয়েছে। রবিবার (৬ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে ৭ নম্বর শেড এলাকা থেকে তাকে আটক করেন বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তাকর্মীরা।
চট্রলার কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, ‘গভীর রাতে বন্দরের ৭ নম্বর শেড থেকে যন্ত্রাংশ চুরির অভিযোগে মো. হারুন নামে একজনকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে চুরি করা যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।’