নগর আওয়ামী, যুবলীগ এবং ছাত্রলীগের আরো ৪৭ নেতাকর্মী গ্রেপ্তার

ইমরান নাজির, চট্টলার কন্ঠ।

চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কোতোয়ালী খানার আসামি মো. ইউনুছ (২৯), মো. ইমাম হোসেন (৩৭), মো. রকি (২১), মো. সাব্বির হাওলাদার (২১), আকবরশাহ থানার আসামি অনিক দাস (৪২), মো. নুর উদ্দিন (২৫), বন্দর থানার আসামি বন্দর থানা ৩৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক মো. রহমত আলী ওরফে ইমন (২৬), মো. সবুজ (২৮), মো. রাব্বি প্রকাশ সাকিব (১৯), ইপিজেড থানার আসামি মো. জয়নাল (৩৭), পাঁচলাইশ মডেল থানার আসামি ইসলামীয়া ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মো. রুবেল হোসেন (২৩),।

nagad
nagad

ডবলমুরিং মডেল থানার আসামি মো. সাহাব উদ্দিন (৩৬), মো. জুয়েল (২২), জয়নাল আবেদীন প্রকাশ বুশ (৩৫), মো. সুমন (৪৪), মো. খোকন (৩৯), মো. বেলাল (৪২), মো. ইউসুফ (৩২), কাজল আক্তার (৩০), চান্দগাঁও থানার আসামি মো. মমিনুল ইসলাম (২০), মো. জয়নাল খান (৩৪), মো. কাশেম ড্রাইভার (৩৮), মো. হারুন (৩৭), কর্ণফুলী থানার আসামি মো. জিহাদ হোসেন (১৯), মো. রাকিব হোসেন (১৯), মো. জলিল আহমেদ রকি (১৯), রেদোয়ান হোসেন প্রকাশ হৃদয় (১৯), হালিশহর থানার আসামি মো: জাকির হোসেন (৩২),।

পাহাড়তলী থানার আসামি মো. আল আমিন (২০), বাকলিয়া থানার আসামি নুরুল আজিম আসিফ (৩০), মো. নিশাত শিকদার ওরফে নিশাদ (২৬), আব্দুল খালেক (৪০), আব্দুল্লাহ আল মোমেন (২১), রবিউল হোসেন প্রকাশ তৌহিদ (৩৬), চকবাজার থানার আসামি মো. সাকিব (২৫), সদরঘাট থানার আসামি জুবায়ের ইবনুল (১৯), মো. নোমন প্রকাশ রোমান (২৩), কেশব রবি দাস প্রকাশ মো: রানা (৩২), মো. বাদল (৩০), পতেঙ্গা থানার আসামি মো. মনির উদ্দিন (১৯), মো. শহিদুল ইসলাম (২৮), মো. আরমান খান (৩৪), খুলশী থানার আসামি মো. আরাফাত হোসেন (২২), মো. আইয়াজ রেজবী (২৬) ও বায়েজিদ বোস্তামী থানার আসামি ইছমত আরা আকতার (৩৪), মো. রাসেল (২৮), মো. ইসলাম সিদ্দিকি (৩০) সহ ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়।

দৈনিক চট্রলার কন্ঠকে এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসীবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক