প্রিমিয়ারের শিক্ষার্থীকে সমন্বয়কের মারধর

চট্টগ্রাম নগরের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের এক শিক্ষার্থীকে মারধর করে তোপের মুখে পড়েছেন প্রান্ত বড়ুয়া নামে এক ‘সমন্বয়ক’। মারধরের ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা ওই সমন্বয়ককে অবরুদ্ধ করে রাখেন। প্রান্ত বড়ুয়া ছাত্র অধিকার পরিষদের নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলে জানা গেছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের হাজারী গলি ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, বিশ্ববিদ্যালয়ে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব ছিল। তেমন কোনো ঘটনা ঘটেনি। পুলিশ ও শিক্ষকরা মিলে বিষয়টি সমাধান করা হয়েছে।

মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম মোহাম্মদ তানভীর। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী। আর প্রান্ত বড়ুয়া একই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী।

একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, প্রান্ত বড়ুয়া সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ অন্যদের পদত্যাগের বিষয়ে সামনে থেকে নেতৃত্ব দেন। বিশ্ববিদ্যালয়ের মালিকানা ও ভিসির পদত্যাগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে চাপা দ্বন্দ্ব চলছে। ভিসির পদত্যাগ চেয়ে আন্দোলনে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বহিরাগত ছিল বলে ফেসবুক স্ট্যাটাস ও কমেন্ট করায় ওই শিক্ষার্থীর ওপর চড়াও হন সমন্বয়ক প্রান্ত বড়ুয়া। সেই স্ট্যাটাস ও কমেন্টের জেরে বিশ্ববিদ্যালয়ে পেয়ে তার গায়ে হাত তুলেন প্রান্ত। পরে সিএসই ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা প্রান্তকে অবরুদ্ধ করে রাখেন। শিক্ষকরা পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করেও ব্যর্থ হন। পরে প্রান্তর বন্ধুরা পুলিশকে খরব দেয়। পুলিশ গিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ফ্যাকাল্টির চেয়ারম্যানসহ অন্যরা উভয় পক্ষকে নিয়ে ব্যাপারটির সমাধান করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল করিম বলেন, ‘সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব হয়েছিল। আমরা এবং শিক্ষকরা মিলে বিষয়টি সমাধান করে দিয়েছি। তেমন কোনো ঘটনা না। আর আহত হওয়ারও কোনো ঘটনা ঘটেনি।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক