আগ্রাবাদের মা ও শিশু হাসপাতলে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

নগরের আগ্রাবাদে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নির্বাচন বেশ জমে ওঠেছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় চলছে ভোটগ্রহণ। শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত। হাসপাতালের পুরনো ভবন এবং মহিলা হোস্টেল ভবনে ভোটগ্রহণ করা হচ্ছে। নির্বাচনে দুটি প্যানেল ছাড়াও প্রতিদ্বন্দ্বিতায় আছেন স্বতন্ত্র প্রার্থীরা। এবার সাধারণ ভোটার ৯ হাজার ৭৪৪ এবং ডোনার ভোটার ৩৯৪ জন।

নির্বাচনে সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন-রেজাউল করিম আজাদ এবং ডা. কামরুন নেছা রুনা-ডা. এম মাহফুজুর রহমান প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্যানেলের বাইরে সদস্য পদে ৪৩ স্বতন্ত্র প্রার্থী আছেন। ২৪টি পদ থাকলেও তিন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ শাহজাহান।

জানা গেছে, ৯৫০ শয্যার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২১টি অন্তর্বিভাগে দৈনিক গড়ে ৮০০ থেকে ৮৫০ রোগী ভর্তি থাকে। আর ৩০টি বহির্বিভাগে দিনে গড়ে ২ হাজার রোগী চিকিৎসা নেন।

১৯৭৯ সালের ৩১ ডিসেম্বর ‘চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল’ প্রতিষ্ঠা করেন চট্টগ্রামের কিছু মানবদরদি মানুষ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক