নিজস্ব প্রতিবেদক।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি নাজিম উদ্দিন মারা গিয়েছেন।
গতকাল বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার শ্যামলী সিকেডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তাঁর মৃত্যুতে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান শোক জানিয়েছেন।
১৯৯০ সালে অনুষ্ঠিত চাকসু নির্বাচনে ছাত্রলীগের নেতা হিসেবে ভিপি পদে জয়ী হয়েছিলেন নাজিম উদ্দিন। এখনও তার পরিচিতি চাকসু ভিপি হিসেবে। ছাত্র রাজনীতি ছাড়ার পর হাটহাজারী উপজেলার বাসিন্দা নাজিম উদ্দিন বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন। সর্বশেষ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন।
পরে চট্টগ্রামে ‘প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন সাবেক বিএনপি নেতা নাজিম উদ্দিন।