খাগড়াছড়িতে বাবুর্চি কে গুলি করে হত্যা

রক্তিম ত্রিপুরা, খাগড়াছড়ি প্রতিনিধি।

খাগড়াছড়ির দীঘিনালায় স্বর্ণ কুমার ত্রিপুরা (৪৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলা সদরের পোমাংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দুই সন্তানের জনক স্বর্ণ কুমার ত্রিপুরা ওই এলাকার মৃত বদন কুমার ত্রিপুরার ছেলে। পেশায় তিনি একজন বাবুর্চি ছিলেন।

চট্টগ্রামের কন্ঠকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত মুহাম্মদ জাকারিয়া। তিনি বলেন ‘মধ্যরাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে থাকতে পারে। মরদেহটি পোমাংপাড়া রাস্তার ওপর থেকে উদ্বার করা হয়েছে। আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর বিরোধের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করছি।’

তিনি বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানায় পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক