সিটি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর জসিম

ইমরান নাজির

সিটি কলেজের অধ্যক্ষ সুদীপার বদলি হয়ে নতুন অধ্যক্ষ নিযুক্ত হলেন অধ্যাপক জসিম।
চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অধ্যক্ষ সুদীপা দত্তকে বদলি করে নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে জসিমকে।
সাতকানিয়া সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক জসিম উদ্দীন আহমেদ এখন সিটি কলেজের নতুন অধ্যক্ষ।

গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) সরকারি কলেজ-২ শাখার মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। আগামী ১৫ অক্টোবরের মধ্যে তাঁদের নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে, অন্যথায় একই দিন অপরাহ্নে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে, পৃথক আরেকটি প্রজ্ঞাপনে গাছবাড়িয়া সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক শেফায়েত হোসেন ও নোয়াখালী সরকারি মুজিব কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. মিনারুল ইসলামকে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে পদায়ন করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক