চাদগাঁওয়ে গুলি চালানো সেই মিঠু গ্রেফতার

ইয়াসেফ ওসমান।

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে অস্ত্র নিয়ে প্রকাশ্যে গুলি করা যুবলীগ কর্মী এইচ.এম. মিঠুকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৭)।

গতকাল রবিবার (৬ অক্টোবর) নগরের চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এইচ.এম. মিঠু চান্দগাঁও থানার কাজি বাড়ির মৃত মাহবুব আলমের ছেলে। তিনি নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির অনুসারী হিসেবে পরিচিত। এছাড়া, ছাত্র জনতার ওপর হামলা ও হত্যার ঘটনায় হওয়া একাধিক মামলার আসামি এইচ.এম. মিঠু।

র‍্যাব জানায়, চলতি বছরের ১৮ জুলাই চান্দগাঁওয়ে ছাত্র জনতা বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করছিল। শান্তিপূর্ণ ওই কর্মসূচিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয় তরুয়া (২১) অংশগ্রহণ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এসময় এইচ.এম. মিঠু এবং অন্যান্য আসামিরা অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলিবর্ষণ করে। এসময় হৃদয় তরুয়ার শরীরে গুলি লাগলে সে লুটিয়ে পড়ে। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় তার বন্ধু মো. আজিজুল হক গত ২০ সেপ্টেম্বর চান্দগাঁও থানায় যুবলীগ কর্মী মিঠুসহ ২০৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।

গ্রেপ্তার এইচ.এম. মিঠুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক