চট্টগ্রামের চকবাজারে অবস্থিত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে তিন দালালকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের বহিঃবিভাগ প্রশাসনিক ভবন থেকে তাদের আটক করা হয়।
আটক তিনজন হলেন—সাতকানিয়া উপজেলার দক্ষিণ চরতি গ্রামের মৃত খোগেন্দ্র দাসের ছেলে বাদল দাস (৫১), সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকার মধ্যম সলিমপুরের মো. রফিকুল ইসলামের ছেলে মো. সালাউদ্দিন (৩৫) এবং নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার নাটেশ্বর হাজী বাড়ির মৃত খেফায়েত উল্ল্যাহর ছেলে মোশারফ হোসেন (৩৪)।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। তিনি জানান, দুপুরে হাসপাতালের বহিঃ বিভাগ প্রশাসনিক ভবন থেকে তিন দালালকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।