ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের মতো চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ভিসি (উপাচার্য) পদত্যাগ করেন। সেই ধারাবাহিকতায় সিভাসুতে ভিসি নিয়োগের কথা শোনা যাচ্ছে। তবে বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে ভিসি নিয়োগ দেওয়া হবে বলে গুঞ্জন ওঠেছে।
বহিরাগত উপাচার্য মানবেন না এবং সিভাসু থেকেই উপাচার্য নিয়োগ দেওয়ার দাবিতে ক্লাস বর্জন করে আন্দোলন করছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চার ঘন্টা ক্লাস-পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেন তারা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, এই দুই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। এ সময় শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের স্নাতকের শিক্ষার্থী মো. শাহরিয়ার হোসেন তালুকদার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিজ প্রতিষ্ঠানের সিনিয়র ও যোগ্য অধ্যাপকদের মধ্য থেকে কাউকে নিয়োগ দিতে হবে। আমরা বাইরের কোনো ব্যক্তিকে এই পদের জন্য নিয়োগ দেওয়ার বিরোধিতা করছি। কারণ বিশ্ববিদ্যালয়ে নিরপেক্ষ ও যোগ্য অনেক শিক্ষক আছেন। তাঁরা প্রশাসনিক দায়িত্বে এলে বিশ্ববিদ্যালয়ের সুনাম বাড়বে। শিক্ষার্থীরাও লাভবান হবেন। এ কারণে আমরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করছি।’
আরেক শিক্ষার্থী মো. রাসেল ভূঁইয়া বলেন, ‘আমাদের কেমন ভিসি দরকার সেটা জানিয়ে বিভাগীয় কমিশনারের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছি। এরমধ্যে গুঞ্জন উঠেছে, বাইরের একজনকে আমাদের ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হবে। এ কারণে আমরা স্পষ্টকরে বলে দিয়েছি যে— আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক যোগ্য শিক্ষক আছেন, যারা একাডেমিক ও গবেষণার দিক থেকে দেশ-বিদেশে খ্যাতি অর্জন করেছেন। আমাদের কথা, আমাদের ভিসি আমাদের ক্যাম্পাস থেকেই হতে হবে। এরপরেও যদি বাইরের কাউকে নিয়োগ দেওয়া হয় তাহলে আমরা তাকে বয়কট করবো। আমরা রবিবার পর্যন্ত অপেক্ষা করবো এরপর আমাদের পরবর্তী কর্মসূচি পালন করবো।’
সিভাসুর জনসংযোগ কর্মকর্তা খলিলুর রহমান বলেন, ‘ধারণা করা হয়েছিল সিভাসুতে এখানকার কোনো শিক্ষককে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হবে। কিন্তু আজ খবর এলো ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হবে। এর প্রতিবাদেই শিক্ষার্থীরা আন্দোলন করেন। তাদের দাবি— সিভাসুর সিনিয়র শিক্ষক থেকেই ভিসি নিয়োগ দিতে হবে। বহিরাগত কোনো ভিসিকে মানবে না শিক্ষার্থীরা।’
এর আগে, ব্যক্তিগত কারণ দেখিয়ে ১৫ সেপ্টেম্বর দুপুরে উপাচার্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এএসএম লুৎফুল আহসান।