চারিত্রিক ওয়ারিশ সনদের ক্ষমতা চসিকের ৩ কর্মকর্তার হাতে

মিজানুর রহমান।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৪ ওয়ার্ডের বাসিন্দাদের জাতীয়তা ও চারিত্রিক সনদ এবং মৃত ব্যক্তির উত্তরাধিকার সনদ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে তিন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে।

রবিবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশন সচিবালয় বিভাগের সংস্থাপন শাখার সচিব মোহাম্মদ আশরাফুল আমিনের স্বাক্ষরিত এক অফিসে আদেশে তাদের এ দায়িত্ব দেওয়া হয়।

এতে ১ ও ৫ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমকে ৭, ৯, ১১, ১৩ এবং ২৬ নম্বর ওয়ার্ড।

এছাড়া, ৪ ও ৬ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শাহরিন ফেরদৌসীকে ৪, ৬, ১৮ এবং ১৯ নম্বর ওয়ার্ড।

অন্যদিকে, ১৫, ২১, ২৩, ২৫ এবং ৩৮ নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে ২ ও ৩ অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরীকে।

আদেশে উল্লেখ করা হয়েছে, ‘নিরবিচ্ছিন্ন নাগরিক সেবা নিশ্চিতের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসকের অনুমোদনক্রমে নিম্নবর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে উল্লেখিত ওয়ার্ডসমূহে সংশ্লিষ্ট কাউন্সিলরবৃন্দের অনুপস্থিতকালীন সময়ে জাতীয়তা ও চারিত্রিক সনদ, মৃত ব্যক্তির উত্তরাধিকার সনদ প্রদানের ক্ষমতা প্রদান করা হলো।’

আরও বলা হয়েছে, এ আদেশ কর্পোরেশনের কাজের স্বার্থে জারি করা হলো এবং তা আগামীকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।

এর আগে, এ তিন কর্মকর্তাকে ওয়ার্ডগুলোর জন্ম-মৃত্যু নিবন্ধকের দায়িত্ব দেওয়া হয়।

তারও আগে, গত ২৮ আগস্ট চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সেবা নিশ্চিত করতে করপোরেশনের ৪১টি ওয়ার্ডকে ছয় অঞ্চলে বিভক্ত করে এ তিন কর্মকর্তাকে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক