দুইজন বহিষ্কারসহ চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

বিতর্কিত কর্মকাণ্ডে দক্ষিণ জেলা বিএনপির কমিটি ভাঙার পর এবার ভাঙলো চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটিও। একইসঙ্গে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে একজন যুগ্ম সাধারণ সম্পাদকসহ দুজনকে বহিষ্কার করে প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে।

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানাে হয়েছে এক বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই উক্ত ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চট্টগ্রাম মহানগর যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন এবং কৃষি বিষয়ক সম্পাদক নুরুল আমিনকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হল।

দলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে শিগগির নতুন কমিটি ঘোষণার কথা বলা হয়েছে।

২০১৮ সালের ১ জুন মোশাররফ হোসেন দীপ্তিকে সভাপতি ও মোহাম্মদ সাহেদকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগর যুবদলের ৫ সদস্যের কমিটি ঘোষণা দেয়া হয়েছিল কেন্দ্র থেকে। এর চার মাসের মাথায় ঘোষণা করা হয় ২৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক