চট্টগ্রামের সাবেক এমপি বাদলের কবরে আগুন ও ভাঙচুর

পীযুষ দাশ।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের সাবেক এমপি ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাবেক সভাপতি মইন উদ্দীন খান বাদলের কবর ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর ২টার দিকে বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে তাঁর পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় থানায় অভিযোগ করেছেন তাঁর স্ত্রী সেলিনা খান।

জানতে চাইলে এ বিষয়ে চট্টগ্রামের কন্ঠকে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার বলেন, ‘কিছু দুষ্কৃতকারী কবরে ভাঙচুর ও আগুন লাগিয়েছে। অভিযোগ শুনে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টির তদন্ত চলছে।’

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাদলের স্ত্রী সেলিনা খান লিখেছেন, ‘কতিপয় সন্ত্রাসী আজ দুপুরে গাড়ি নিয়ে এসে মইন উদ্দীন খান বাদলের পৈতৃক ভিটার কবরে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। …এখন কবরেও মানুষ শান্তিতে থাকতে পারবে না।’

ফেসবুকে শেয়ার করা ছবি ও ভিডিওতে দেখা যায়, কবরের ওপর আগুন জ্বলছে। এ ছাড়া ভাঙচুরের চিহ্ন রয়েছে কবর ও আশপাশে।

বীর মুক্তিযোদ্ধা মইন উদ্দীন খান ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে দশম ও ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৯ সালের ৭ নভেম্বর তিনি মারা যান। সারোয়াতলী গ্রামে বাড়ির পাশে তাঁকে কবর দেওয়া হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক