বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় হয়ে গেল আবু সায়েদের নামে

ওয়াসিম জাফর।

Cvoice24.com
প্রচ্ছদচট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ)
নগরের কৈবল্যধাম হাউজিং বিশ্ব কলোনি
‘বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়’ হয়ে গেল আবু সাঈদের নামে!
সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪০, ২০ আগস্ট ২০২৪
‘বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়’ হয়ে গেল আবু সাঈদের নামে!
নাম বদল অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার কৈবল্যধাম হাউজিং বিশ্ব কলোনি এলাকার ‘কৈবল্যধাম হাউজিং এস্টেট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়’এর নাম পরিবর্তন করা হয়েছে! স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের স্মরণে স্কুলটির নতুন নাম রেখেছেন ‘কৈবল্যধাম হাউজিং শহীদ আবু সাঈদ উচ্চ বিদ্যালয়’। ব্যানার-ফেস্টুনে আনুষ্ঠানিকতার সাথে স্কুলটির নতুন নামকরণ হলেও নাম বদলের সরকারি নিয়ম অনুসরণ করেননি সংশ্লিষ্টরা। কিংবা কোনো দাপ্তরিক উদ্যোগ নেওয়ার কথাও জানাননি।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে ওই স্কুলে নামকরণের একটি ব্যানার টাঙিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নগর যুবদল সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ওমর ফারুক সভায় সভাপতিত্ব করেন বলে জানানো হয়েছে। এ সময় স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক