ইমরান নাজির
বন্ধন নগরী চট্টগ্রামের জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। তাঁর পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশাকে । রবিবার (১৮ আগস্ট) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা-৮২ (ক) প্রয়োগ করে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে (সার্বিক) জেলা পরিষদের প্রশাসক হিসিবে নিয়োগ করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন তিনি। ওই পদে দায়িত্ব পালনের জন্য প্রচলিত বিধি অনুযায়ী শুধু দায়িত্ব ভাতা পাবেন। বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন না।