সোমবার ও মঙ্গলবার চট্টগ্রামে ১৬ ঘণ্টা করে কারফিউ শিথিল

নিজস্ব প্রতিবেদক।

চট্টগ্রামে কারফিউ শিথিলের সময়সীমা আরও এক ঘণ্টা বাড়িয়ে ১৬ ঘণ্টা করা হয়েছে। আগামীকাল সোমবার ও মঙ্গলবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রতিদিন ১৬ ঘণ্টা করে কারফিউ শিথিল থাকছে। ওই দুই দিনগত রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ৮ ঘণ্টা করে কারফিউ বলবৎ থাকবে।

রবিবার (২৮ জুলাই) রাতে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ এবং জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমুন নবী এ তথ্য জানান।

কাজী মো. তারেক আজিজ জানান, চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় শিথিলের সময় আরও এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টা শিথিল ছিল কারফিউ। এর আগের দুদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, ৯ ঘণ্টা করে কারফিউ শিথিল ছিল। এরপর তা বাড়িয়ে ১৪ ঘণ্টা করা হয়।

উল্লেখ্য, গত ১৯ জুলাই রাতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে সহিংস পরিস্থিতি তৈরি হলে সারা দেশে কারফিউ জারি করে সরকার। পরদিন দুই ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক