ইমরান নাজির।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র সমাজের সমন্বয়ক রাসেল আহমেদ গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৫টা ১০ মিনিটে মুরাদপুর এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হন।
সরেজমিনে দেখা যায়, দুপুর ৩টার পর থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় আন্দোলনকারী। এরপর আন্দোলকারী;রে ইট পাটকেল নিক্ষেপের জেরে ছাত্রলীগের কর্মীরা পিছু হটলেও পরে তারা দলবদ্ধ হয়ে আবারও মুরাদপুর অভিমুখে এগিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ থাকলেও পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে।
এদিকে, আন্দোলনকারী এবং ছাত্রলীগের সংঘর্ষের মধ্যে পড়ে তিনজন নিহত হয়েছেন। তাদের নাম— ওয়াসিম এবং ফারুক। ওয়াসিম চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী এবং ফারুক ওয়ার্কশপ দোকানের কর্মচারী বলে জানিয়েছেন তাদের স্বজনরা।