রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধ্বসে দুইজন নিহত

টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসে ২ জন মারা গেছে। এর মধ্যে একজন স্থানীয় শিশু। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। বুধবার (৩ জুলাই) ভোররাতে ৮ ও ১১নং ক্যাম্পে এই পাহাড় ধসের ঘটনা ঘটে।

মারা যাওয়া দুইজন হলেন— স্থানীয় শিশু মোহাম্মদ সিফাত (১৩) ও ৮ ইস্ট ক্যাম্পের বালুখালী জুমেরছড়ার আনোয়ার ইসলাম (২৭)।

চট্টগ্রামের কন্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন। তিনি বলেন, উখিয়ার ৮ ও ১১ নং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় এক স্থানীয় শিশু ও একজন রোহিঙ্গা মারা গেছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে, গত ১৯ জুন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভারী বর্ষণে পাহাড় ধসে ১০ জনের মৃত্যু হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক