ইমরান নাজির।
এবিএম মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণকাজের জন্য সাময়িক সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।
সংস্থাটি জানিয়েছে, নগরের ফকিরহাট এলাকায় একটি র্যাম্প নির্মাণ কাজের জন্য কেজিডিসিএলের ৮ ইঞ্চি ব্যাসের ১০ বার চাপসম্পন্ন গ্যাস পাইপলাইন ডাইভারশন কাজের কারণে গ্যাস সরবরাহ আগামীকাল (মঙ্গলবার) বন্ধ থাকবে। মঙ্গলবার (২ জুলাই) দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় বারিক বিল্ডিং, আগ্রাবাদ সিডিএ, নিমতলা, বন্দর, মাদারবাড়ী, সদরঘাট, নিউমার্কেট, মাঝিরঘাট, পাথরঘাটা ও পার্শ্ববর্তী এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া দেওয়ানহাট, টাইগারপাস, লালখান বাজার, জিইসি, কোতোয়ালী, ডিসি রোড, জেল রোড, আন্দরকিল্লা, চাক্তাই ও পার্শ্ববর্তী এলাকায় গ্যাস সরবরাহের চাপ কম থাকবে। দুর্ঘটনা এড়াতে গ্যাস সরবরাহ সরঞ্জামাদি বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সংস্থাটি।