চট্টগ্রামে অস্ত্র মামলায় আসামির ১৭ বছরের কারাদণ্ড

আদালত প্রতিবেদক।

চট্টগ্রামে অস্ত্র উদ্ধারের মামলায় মো. শহিদুল ইসলাম খোকন প্রকাশ মো. খোকন নামে এক আসামির ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (৩০ জুন) বিকেলে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।

এর আগে, গত ২৫ জুন চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মাদ সরওয়ার আলম এ রায় দেন।

পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী জানান, আসামি মো. শহিদুল ইসলাম খোকনের পরিহিত লুঙ্গির কোমরের ডান পাশে গোজানো অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে বোয়ালখালী থানা পুলিশ। ওই সময় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করেন।

মোট ১৫ জনের মধ্যে ১২ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে তার অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে অস্ত্র আইনের ১৯(এ) ধারায় ১০ বছর ও ১৯(এফ) ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন। উভয় সাজা একসাথে চলবে।

রায় প্রচারের সময় আসামি আদালতে উপস্থিত ছিল। রায়ের পর আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক