ইমরান নাজির।
প্রবল ঘূর্ণিঝড় রেমালের কারণে বন্ধ থাকা চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে। টানা প্রায় ১৭ ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার (২৭ মে) ভোর পাঁচটা থেকে পুনরায় শুরু হয় সার্বিক কার্যক্রম।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ। তিনি জানান, বর্তমান স্বাভাবিকভাবে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। সোমবার ভোর ৫টা থেকে বিমানবন্দরে যাত্রীসেবাসহ রানওয়ের কার্যক্রম শুরু হয়।
এর আগে, রবিবার (২৬ মে) আবহাওয়া অধিদফতর ৯ নম্বর মহাবিপদ সংকেত জারির পর দুপুর ১২টা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সকল ধরনের ফ্লাইট অপারেশনসহ সার্বিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে রাত আটটা পর্যন্ত এ ঘোষণা বহাল থাকার কথা থাকলেও পরে তা সোমবার ভোর পাঁচটা পর্যন্ত সময় বাড়ানো হয়।