খাতুনগঞ্জে ক্যাশ বক্স ভেঙ্গে চার লাখ টাকা চুরি, একজন গ্রেফতার

ইমরান নাজির।

চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জে ক্যাশবাক্স থেকে নগদ টাকা চুরির ঘটনায় মো. কাউছার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।

পুলিশ জানায় বৃহস্পতিবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে খাতুনগঞ্জের চাঁন মিয়া গলির মো. ইউছুপ (৩৭) নামে এক দোকানদার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য দোকানের ক্যাশবাক্স তালাবদ্ধ করে বাইরে যায়। আনুমানিক ১৫ মিনিট পর তিনি ফিরে এসে দেখেন তার দোকানের ক্যাশবাক্সের তালা ভাঙা এবং ক্যাশবাক্সে রাখা চার লাখ টাকা চুরি করে নিয়ে গেছে।

পুলিশ আরও জানায়, এ অবস্থায় মো. ইউছুপ তাৎক্ষণিক বিষয়টি মোবাইলে বিভিন্নজনকে জানালে তাদের পরামর্শে থানায় একটি এজাহার দায়ের করেন। এরপর তদন্তকারী কর্মকর্তা এসআই মেহেদী হাসান দ্রুত পৌঁছে ঘটনাস্থল ও এর আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শেষে মো. কাউছার নামে ওই যুবককে শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যানুসারে খাতুনগঞ্জ নবী মার্কেটের চতুর্থ তলার বাসা থেকে সাড়ে তিন লাখ টাকা উদ্ধার করা হয়।

জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়েদুল হক বলেন, চুরির পর ভুক্তভোগী থানায় অভিযোগ করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় আসামির বাসার খাটের নিচ থেকে চুরি যাওয়া ৩ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক