নানান আয়োজনে উদযাপিত হলে বুদ্ধ পূর্ণিমা

নিজস্ব প্রতিবেদক।

বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত হয়েছে নানান আয়োজনে। বুধবার (২২ মে) দুপুর ৩টায় নগরের নন্দনকানন বৌদ্ধ বিহারের সামনে থেকে বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা করে সম্মিলিত বুদ্ধপূর্ণিমা উদযাপন পরিষদ এবং চট্টগ্রাম বৌদ্ধ বিহারের (সাংঘিক) মহান ভিক্ষু সংঘ ও দায়ক দায়িকারা।

শোভাযাত্রাটি চট্টগ্রাম প্রেস ক্লাব, আন্দকিল্লা হয়ে নন্দনকানন বৌদ্ধবিহারের সামনে এসে শেষ হয়। এর আগে শোভাযাত্রা উদ্বোধন করেন যুবনেতা হেলাল আকবর চৌধুরী বাবর। এ সময় উপিস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিনবোধি মহাথের, এস. লোকজিৎ থের, প্রজ্ঞাপল ভিক্ষু, ড.দিপঙ্কর থের, অগ্রলঙ্কার ভিক্ষু, ড.অর্থদর্শী বড়ুয়া, অ্যাডভোকেট সুজন বড়ুয়া, অ্যাডভোকেট দীর্ঘতম বড়ুয়া, বিজয় বড়ুয়া, স্থপতি বিজয় তালুকদার, রাজু চৌধুরী, মনোপ্রিয় বড়ুয়া, সরোজ বড়ুয়া, পূনিমা বড়ুয়া, শেলী বড়ুয়া প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক