মুক্তিযোদ্ধাকে পিষে মারা ঘাতক ট্রাকচালক গ্রেপ্তার

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৯ মে) মাদারবাড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয়েছে ঘাতক ট্রাকও।

গ্রেপ্তার চালক হলেন শফিক উল্ল্যাহ (৫৭)। সোমবার (২০ মে) তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের পাটোয়ারী। তিনি বলেন, দুর্ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘাতক চালককে শনাক্ত করা হয়। এরপর তথ্যপ্রযুক্তির সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ২ মে বেপরোয়া গতিতে ডিটি রোড ধরে বন্দরে যাচ্ছিলেন ট্রাক চালক শফিক উল্ল্যাহ। পরে ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ মসজিদের সামনে একটি ম্যাক্সিমা গাড়িতে ধাক্কা দিলে ভেতরে থাকা যাত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক