অবশেষে চট্টগ্রামের ফটিকছড়ি নাজিরহাট বাজার সংলগ্ন হালদার নদীর উপর বেইলি ব্রিজ নির্মাণ হতে যাচ্ছে। শুক্রবার (১৭ মে) ফটিকছড়ি-মানিকছড়ি-মাটিরাঙ্গা-খাগড়াছড়ি সড়কের নাজিরহাট বাজারের পুরাতন অংশে ব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেছেন প্রধান অতিথি ফটিকছড়ির সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি।
এ উপলক্ষে আয়োজিত জনসভায় সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী মো. মুছলেহ উদ্দীন সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন এ কে জাহেদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গোলাপুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য মুহাম্মদ সাদাত আনোয়ার সাদী, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সৈয়দ মুহাম্মদ বাকের, ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ আরেফিন আজিম, নাজিরহাট জামেয়া মিল্লিয়া আহমদীয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ খুরশেদুল আলম, নাজিরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুহি উদ্দিন, নাজিরহাট নছিরুল ইসলাম (বড় মাদ্রাসা) মাদ্রাসার মোহতামিম মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান কাসেমী, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মুহাম্মদ নুরুল হুদা, ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ কামরুজ্জামান, নাজিরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুহাম্মদ নাছির উদ্দীন, নাজিরহাট পৌরসভার কাউন্সিলর, সাবেক কাউন্সিলর প্রমুখ।
প্রধান অতিথি সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি বলেন, আমি আমার বাবার মত আজীবন আপনাদের সাথে থেকে কাজ করে যেতে চাই। ফটিকছড়িকে একটি আধুনিক ও স্মার্ট উপজেলায় রূপান্তর করতে সকলের সহযোগিতা চাই। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বিশ্বের মধ্যে উন্নয়নের রোল মডেল।
উল্লেখ্য, হালদা নদীর উপর নাজিরহাট বাজার সংলগ্ন ব্রিটিশ আমলে নির্মিত পুরাতন সেতুটি দীর্ঘদিন যাবৎ ঝুকিঁপূর্ণ হয়ে আছে। সেতুটির উপর দিয়ে অনেক আগেই চলাচল বন্ধ ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এলাকাবাসী দাবির প্রেক্ষিতে অবশেষে পুরাতন সেতুটি ভেঙে ৪ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে ১০ ফুট বাই ৩০০ ফুটের একটি বেইলি বিজ নির্মাণ হচ্ছে।