ইমরান নাজির।
প্রায় সাড়ে তিন ঘণ্টা পর নিভেছে বায়েজিদের জুতার কারখানার আগুন।
শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন পুরাপুরি নির্বাপণে সক্ষম হয় বায়েজিদ, চন্দনপুরা ও আগ্রাবাদসহ ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট। শুক্রবার বিকেল ৪টার দিকে চায়না কোম্পানির মালিকানাধীন রংদা ইন্টারন্যাশনাল নামে ওই জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বায়েজিদ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. কামরুজ্জামান সিভয়েস২৪-কে বলেন, ‘কারখানায় চামড়া ও রাবার জাতীয় জিনিস থাকায় আগুন নির্বাপণে সময় লেগেছে। শুরুতে ৫টি ইউনিট কাজ শুরু করলেও পরে চন্দনপুরা থেকে দুটি ও আগ্রাবাদ থেকে আরও একটি ইউনিট ঘটনাস্থলে এসে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নির্বাপণ করে।’
তিনি জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সাথে সাথে কারখানায় থাকা মানুষ নিচে নেমে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ হয়নি।