বাইশ মহল্লার প্রবীণ সর্দার মনির উল্লাহ ইন্তেকাল করেছেন

না ফেরার দেশে চলে গিয়েছেন বাইশ মহল্লার প্রবীণ সর্দার পূর্ব মাদারবাড়ি হাজী নছু মালুম লেইনের আজিজুল্লাহ মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মো: মনির উল্লাহ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

ইতোপূর্বে তিনি দুইবার স্ট্রোক করেছিলেন এবং দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

গতকাল বুধবার সকালে অসুস্থ হওয়ার পর দুপুর ২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি একমাত্র পুত্র তিনকন্যাসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গিয়েছেন।
গতকাল বুধবার রাতে ১০টায় হাজী নছু মালুম মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং রাত এগারোটায় স্টেশন রোডস্থ চৈতন্য গলি কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার ব্যক্তিদের শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দিন, ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ আতাউল্লাহ চৌধুরী, নগর যুবলীগ ক্রীড়া সম্পাদক রাজিব হাসান রাজন, মোহাম্মদ আলী মিঠুসহ অনেক শুভাকাঙ্ক্ষী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক