কর্ণফুলীতে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়ী গ্রেফতার

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটায় অভিযান চালিয়ে একটি জুয়ার আসর থেকে পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৯ মার্চ) রাত সাড়ে ৩ টায় চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামের শীপ ইয়ার্ড রোডের আল্লাহর দান গ্যারেজ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন।

গ্রেফতারকৃতরা হলেন-ইছানগর গ্রামের (৯ নম্বর ওয়ার্ড) সওদাগর বাড়ির নুরুল হকের ছেলে মোঃ জসিম(৩০), একই গ্রামের আব্দুল গফুরের ছেলে মোঃ সাগর (২১), মো. নুর নবীর ছেলে মোঃ শাহজাহান (২৬), ভোলা চরফ্যাশন এলাকার আলী হাজী বাড়ির মো. শফি উল্লাহ এর ছেলে মোঃ মহিউদ্দিন (৫৩) ও আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের মো. জামাল উদ্দিনের ছেলে মোঃ জিয়াউর রহমান (৩০)।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, গত রাতে ইছানগরে এক গ্যারেজে অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মহানগর আইনে প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক