পবিত্র রমজান মাসে আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশের ওপর বিধিনিষেধ আরোপ করবে ইসরাইল। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
সারা বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ। আর ইহুদিদের কাছেও এটি পবিত্র স্থান। তাদের কাছে এটি ‘টেম্পল মাউন্ট’ হিসেবে পরিচিত। নেতানিয়াহুর কার্যালয় সোমবার (১৯ ফেব্রুয়ারি) বলেছে, ‘সুরক্ষার জন্য প্রধানমন্ত্রী এমন সিদ্ধান্ত নিয়েছেন।’
ইসরাইলি টিভি চ্যানেল ১৩ জানিয়েছে, আসন্ন রমজান মাসে আল আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশের ওপর বিধিনিষেধ আরোপ করা হলে তা ইসরাইলের ভেতরে বসবাসরত ফিলিস্তিনি ও ইসরাইলি পুলিশের মধ্যে গোলযোগ সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছে শিন বেত। গোয়েন্দা সংস্থাটির সতর্কতা সত্ত্বেও বেন গ্যভির সুপারিশে সম্মত হয়েছেন নেতানিয়াহু।
অবশ্য গত অক্টোবর মাসে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরাইলি পুলিশ ফিলিস্তিনি মুসলমানদের আল আকসা মসজিদে, বিশেষ করে শুক্রবারে প্রবেশে বাধা দিয়ে আসছে। বিধিনিষেধ সত্ত্বেও প্রতি শুক্রবারে হাজার হাজার ফিলিস্তিনি সেখানে নামাজ আদায় করেন। এমনকি গত শুক্রবারও প্রায় ২৫ হাজার ফিলিস্তিনি মুসল্লি আল আকসা মসজিদে নামাজ আদায় করেছেন।
৮ে