চসিক মেয়র রেজাউলের একান্ত সচিবকে বদলি

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরীর একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেমকে বদলি করা হয়েছে। চসিক থেকে তাঁকে পরিকল্পনা কমিশনের পরিকল্পনা বিভাগের উপ-প্রধান হিসেবে বদলি করা হয়। এর আগে একই পদে বদলি করা হয়েছিল সচিব খালেদ মাহমুদকে, তবে তা ‘ঠেকিয়ে’ তিনি চসিকেই ঠাঁই করে নেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মেহেদী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়।

এর আগে চলতি মাসের ১২ ফেব্রুয়ারি বদলি করা হয়েছে চসিক সচিব খালেদ মাহমুদকে। তাঁর পদায়ন হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক হিসেবে। সচিব খালেদ মাহমুদ এর আগে আরো দুবার বদলি হয়েছিলেন। এর মধ্যে একবার ২০২৩ সালের ১৭ জুলাই চসিক সচিব খালেদ মাহমুদকে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-প্রধান হিসেবে, অন্যবার ২০২২ সালের ২ ফেব্রুয়ারি কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ের উপ-পরিচালক পদে বদলি করা হয়।

মেয়রের একান্ত সচিব আবুল হাশেম কবে নাগাদ চট্টগ্রাম সিটি করপোরেশনে যোগদান করেছিলেন তাঁর সঠিক দিনক্ষণ জানা যায়নি। তবে দীর্ঘ বছর ধরে এই সংস্থার মেয়রের একান্ত সচিব পদে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিভিন্ন সময়ে বিভিন্ন বিভাগীয় প্রধানের শূন্য পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক