নগরজুড়ে মোরে মোরে পুলিশি টহল, যানবাহন চলাচল স্বাভাবিক

বিএনপি জামাতের টাকা ৪৮ ঘন্টার ডাকা চতুর্থ দফার অবরোধের কোন প্রভাব নেই বন্দরনগরী চট্টগ্রাম।

আজ রবিবার (১২ নভেম্বর) সকালে সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী মানুষের ভিড় রয়েছে। স্কুল কলেজ বন্ধ থাকায় সড়কে যানবাহনের চাপ কিছুটা কম। বাস, মিনিবাস, লেগুনা, সিএনজির পাশাপাশি চলাচল করতে দেখা গেছে প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল ও স্টাফ বাস। এছাড়াও জরুরি খাদ্য পরিবহন, ওষুধ সরবরাহসহ জরুরি পরিষেবায় নিয়োজিত বিভিন্ন গাড়িকে সামনে ব্যানার লাগিয়ে চলাচল করতে দেখা গেছে।

nagad

বেসরকারি প্রতিষ্ঠানে  চাকরিজীবী  মোখলেসুর রহমান বলেন, অবরোধে তেমন একটা প্রভাব নেই। রাস্তাঘাট স্বাভাবিক, শুধু চাপটা একটু কম। তবে সারাক্ষণ আতঙ্ক কাজ করে, কখন কোথায় কি হয়।

সকাল থেকেই অনুসন্ধানে দেখা যায়  নগরজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। নগরের নতুন ব্রিজ, বহদ্দারহাট, মুরাদপুর, দুই নম্বর গেট, জিইসি, ওয়াসা, কাজীর দেউরি, লালখান বাজার, আন্দরকিল্লাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের অবস্থান লক্ষ্যণীয়।

গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকেই অবরোধের মতো কর্মসূচি পালন করে আসছে বিএনপি। কয়েক দফার অবরোধ চলাকালে ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। সারাদেশে বিএনপিসহ বিরোধী দলের শত শত নেতা-কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক