চন্দনাইশে মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৯ জন আহত।

শাহাদাত হোসেন।

চট্টগ্রামের চন্দনাইশে একটি মাদ্রাসার অধ্যক্ষকে পুনর্বহালের ঘটনায় বিরোধ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের ৯ জন আহত হয়েছেন। খবর পেয়ে ক্যাম্পে দায়িত্বরত সেনাবাহিনী ও থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রোববার (২৭ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার বৈলতলী ইউনিয়নে জাফরাবাদ ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন— জাহেদুল ইসলাম (২২), আরমানুল হক (২১), জাহেদ (২১), এনামুল হক (৩৫), মোহাম্মদ আরিফ (২৭), মোহাম্মদ জমির (২৫), মো. শাহজাহান (৪০), মো. হাছান (৪৫) ও হিরু (২৬)।

জানা গেছে, গত ২৫ আগস্ট জাফরাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল গফুরকে ওই মাদ্রাসার কতিপয় শিক্ষক ও শিক্ষার্থী পদত্যাগপত্র দিতে বাধ্য করেন। পরে তাকে (অধ্যক্ষ) মাদ্রাসায় আর আসতে না দিলে বিষয়টি তিনি লিখিতভাবে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), চট্টগ্রাম জেলা প্রশাসক ও মাদ্রাসা অধিদপ্তর বরাবরে অভিযোগ করেন।

এর ৮ মাস পরে পদাধিকার বলে মাদ্রাসার সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) গোলাম মোরশেদ খান ওই অধ্যক্ষ আবদুল গফুরকে স্বপদে পুনর্বহালের নির্দেশ দেন।

নির্দেশ পেয়ে তিনি আজ রোবার (২৭ এপ্রিল) সকাল ১০ টার দিকে মাদ্রাসায় উপস্থিত হলে কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীরা অধ্যক্ষকে উদ্দেশ্য করে অকথ্য ও অশ্লীল ভাষায় স্লোগান দেন।

এ সময় এলাকাবাসীসহ অনেকে এর প্রতিবাদ জানালে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি, পরে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের ৯ জন আহত হন।

জানতে চাইলে৷ চট্রলার কণ্ঠকে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উভয়পক্ষকে শান্ত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেননি।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক