চিকিৎসক না হয়েও অপকৌশলে রোগীকে ভর্তি রাখতেন তিনি

ওয়াসিম জাফর কমল, লোহাগাড়া প্রতিনিধি।

চট্টগ্রামের লোহাগাড়ায় চিকিৎসক না হয়েও রোগীদের সঙ্গে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে জিয়াউর রহমান নামে এক দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার পুটিবিলা এমচরহাট বাজারের মা ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল।

চট্টলার কন্ঠকে তিনি বলেন, ‘ফার্মেসিতে নিয়ম বহির্ভূতভাবে ওটিসির ঔষধ সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ও মূল্যবিহীন ঔষধ (ফিজিশিয়ান স্যাম্পল) এবং রোগী ভর্তি রেখে চিকিৎসা সেবা দেওয়ার অপরাধে জরিমানা করা হয়। এছাড়া চিকিৎসা সেবা দেওয়ার কক্ষটি সিলগালা করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অভিযান চলাকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইশতিয়াকুর রহমান, পুটিবিলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যাম মো. ইকবাল হোসেনসহ ঔষধ প্রশাসন, থানা পুলিশ এবং উপজেলা প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক